আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনা প্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শপথ নিয়েছে। সোমবার শপথ গ্রহণের পর দেওয়া এক ভাষণে ‘অবাধ ও স্বচ্ছ’ নির্বাচনের পর বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির এ সামরিক প্রেসিডেন্ট। বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা জানাননি তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী লিব্রেভিলের প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে দেশটির সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীরা হাজির হয়েছিলেন।

            পশ্চিম ও মধ্য আফ্রিকাজুড়ে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘটনা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত বুধবার গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গোকে হটিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েছে। অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়নে (এইউ) গ্যাবনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ গ্যাবনে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে।

            এর আগে, গত বুধবার অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন ব্রাইস ওলিগুই এনগুয়েমা। দেশটির বিতর্কিত নির্বাচনে বিজয়ী হওয়ার পরপর প্রেসিডেন্ট বঙ্গোকে ক্ষমতাচ্যুত করেন তিনি। অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির হাজার হাজার বেসামরিক নাগরিক রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। এছাড়া সেনা প্রধান ব্রাইস ওলিগুই এনগুয়েমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন তারা।

            আলী বঙ্গোর বাবা ওমর গ্যাবনের ক্ষমতায় ছিলেন প্রায় ৪১ বছর। ২০০৯ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন আলী বঙ্গো। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা তার কর্মজীবনের বেশিরভাগ সময় বঙ্গোর ঘনিষ্ঠ বৃত্তে কাটিয়েছেন। এমনকি দেশটিতে অনেকে তাকে আলী বঙ্গোর চাচাতো ভাই বলে মনে করেন। সূত্র: বিবিসি, এএফপি।

খবরটি 395 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen