আন্তর্জাতিক ডেস্ক: সামরিক খাতে ৭ শতাংশ খরচ বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। শনিবার (৫ মার্চ) জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং। তিনি জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩ হাজার কোটি ডলার খরচ করা হবে। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ প্রায় ২১ লাখ কোটি টাকা।

            ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা দিয়েছিল চীন। এবার তা আরও ৭ দশমিক ১ শতাংশ বাড়ানো হয়েছে। ২০১৯ সালে দেশটি প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছিল। এরপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

এদিকে, চীন সরকারের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। ২০২২-এ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ ধার্য করা হয়েছে। গত এক দশকের মধ্যে যা সর্বনিম্ন।

খবরটি 446 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen