স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুরের ভুক্তভোগী এলাকাবাসীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুল করিমের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের প্রতিবাদ করে। শক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বান্দরাবন প্রেসক্লাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন করে সুলতানপুরের ভুক্তভোগী এলাকাবাসী আবু বকর, ইউসুফ, তাজু ইসলাম, দেলোয়ারা বেগম, নজু ইসলাম, রাজু আক্তার, ইউনুস ও বিলকিছ বেগম। তারা সকলে আব্দুল করিমের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

            সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আমরা সকলে সুলতানপুর এলাকার শান্তি প্রিয় এলাকাবাসী । এলাকায় আমরা দীর্ঘকাল ধরে শান্তিতে বসবাস করছি। বিগত কয়েক বছর যাবৎ আব্দুল করিম, আব্দুল হাকিম, নুর আহামেদ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্মের অত্যাচারে এলাকাবাসীরা অতিষ্ঠ। আব্দুল করিম উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হওয়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করে চাকরী দেয়ার নামে চাঁদাবাজি করছে। এর প্রমাণ তার বিরুদ্ধে কয়েকটা চাদাবাজি মামলা রয়েছে। এলাকায় দলীয় প্রভাব দেখিয়ে জোরপূর্বক জমি দখল, মিথ্যা মামলা, চাঁদাবাজী, প্রতারণা, অবৈধ কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শেষ নেই। সুলতানপুরের ভুক্তভোগীদের নিজ বসত ভিটার জমিসহ জবর দখল করার জন্য প্রতারণা, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে। তত্ত্বাবোধায়ক সরকার ফখরুলের আমলে আব্দুল করিম প্রায় ১০ মাস জেলে ছিল চাঁদাবাজি, প্রতারণা ও বিভিন্ন অপরাধের মামলায়। এর পরে তার অপকর্মের শেষ হয়নি। এখন আরো বপেরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপককর্ম করছে। তার বিরুদ্ধে দৈনিক সাঙ্গু পত্রিক, সাপ্তাহিক অবদান পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজি, জবরদখল খবর চাপানো হয়। আব্দুল করিমের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করে সুলতানপুরের ভুক্তভোগীরা।

            সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

খবরটি 373 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen