স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য বিভিন্ন কর্মসুচি আয়োজনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল ৯ টায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা প্রশাসন প্রাঙ্গণে ফেস্টুন উড়ান ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসটি শুভ সুচনা করা হয়েছে। এরপর আয়োজন করা হয় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের সড়ক হয়ে সমাবেশ স্থল অরুনসার্কি টাউন হলে শেষ হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালীতে ক্ষুদ্র নৃগিাষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটউট, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করে। অপরদিকে জেলার মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ ১১ টি আদিবাসী জনগোষ্ঠীর ব্যানারে এ বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহন করে। র‌্যালীতে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তির বিভিন্ন প্লেকার্ড ও ওফষ্টুন প্রর্দশন করা হয়। অন্যদিকে রাজার মাঠে পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজনের মধ্যে রয়েছে বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেড পরিচালিত চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ, গরিব পরিবারে শীত বস্ত্র ও কম্বল বিতরণ ও রাতে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান।

            র‌্যালীর পর অরুনসার্কি টাউন হলে আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা। এ আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি। তিনি রাজধানী ঢাকার পার্বত্য মন্ত্রণালয় থেকে সরাসরি ভিডিও কনফারেন্স মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক, এনডিসি, পিএসসি, এএফডব্লিউডি, পিএসসি, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পিপিএম, বান্দরবান পৌরসভা মেয়র মো: ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো: সফিকুর রহমান।

খবরটি 384 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen