স্টফ রিপোর্টার, বান্দারবান: বান্দারবানে জাদীয় সমাজতান্ত্রিীক দল আবদুর রফ জেএসডি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মধ্যেম পাড়ায় জেএসডি প্রতিনিধি সভা আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি (ভার্চ্যুয়ালী) উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

            প্রধান অতিথি আ স ম আবদুর রব বলেছেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্র পরিচালনায় ক্ষুদ্র-জাতিসত্ত্বার অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ীরূপ লাভ করেনি। গণতন্ত্রের নামে ব্যক্তি শাসন, গোষ্ঠি শাসন অব্যাহত আছে। এর অনিবার্য ফলশ্রুতিতে গুম-খুন, হত্যা, লুটপাট, সন্ত্রাস, নৈরাজ্য সমগ্র জাতির উপর চেপে বসেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতায় জনগণের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে হাহাকার, দুর্ভিক্ষের অশনি সংকেত। এ অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবিক বাংলাদেশ নিশ্চিত করার জন্য প্রয়োজন রাষ্ট্র পরিচালনায় ক্ষুদ্র জাতিসত্তাসহ সর্বস্তরের শ্রম-কর্ম-পেশার জনগণের অংশীদারিত্ব ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা। রাষ্ট্র প্রশাসনের আমূল সংস্কার এর মাধ্যমে মৌলিক মানবাধিকার, ভোটাধিকার নিশ্চিত করার জন্য জাতীয় সরকার গঠনের আন্দোলনে সর্বস্তরের জনগোষ্ঠিকে ঐক্যবদ্ধ হতে হবে। বান্দরবান জেলার উজানী পাড়ায় হ্যাপী মার্কেটে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে জেএসডি সভাপতি রব এ কথা বলেন।

            এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য অংশিংনু মারমা। এ সভায় আরো বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কামিটির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (ভার্চ্যুয়ালী), সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, প্রবীন জেএসডি নেতা গোলাম কবির চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, স্থানীয় জেএসডি নেতা মোঃ মিজান, প্রীতি বিকাশ চাকমা, নুসিং থোয়াই মারমা,মো: শাহ আলম, আবু বকর প্রমুখ। প্রতিনিধি সভা সঞ্চালনা করেন সামাজিক শক্তি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা।

            সভায় অংশিনু মার্মাকে আহবায়ক, গোলাম কবির চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ মিজানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা জেএসডি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

খবরটি 433 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen