স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রুমা ও আলীকদম উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পন্ন। অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টি নৌকা জয় ও ৩টি বিদ্রোহী প্রার্থী জয় হয়। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হেয়েছে। রুমা ও আলীকদম উপজেলার ৮টি ইউনিয়নে শান্ত পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময়ে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

            নির্বাচন অফিস সূত্র জানায়, রুমা উপজেলার ৪টি ইউনিয়নে মধ্যে রুমা সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শৈমং মারমা শৈবং নৌকা প্রতীক ৩,৪৯৫ ভোট পেয়ে তৃতীয় বারে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চিংসাথোয়াই মারমা (বিপ্লব) পেয়েছেন ২,৩৩৬ ভোট। গালেঙ্গ্যা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেনরত ম্রো নৌকা প্রতীক ১৮৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনচন্দ্র ত্রিপুরা আনারস প্রতীক পেয়েছেন ১০২৯ভোট। রেমাক্রীপ্রাংসা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিরা বম নৌকা প্রতীক ১২৭২ ভোট পেয়ে দ্বিতীয় বারে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ইউজিন ত্রিপুরা হয়েছেন ১০২৭ ভোট। পাইন্দু ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উহ্লামং মারমা আনারস প্রতীক ১,৬৮৬ ভোট পেয়ে দ্বিতীয় বারে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাপতলং বম নৌকা প্রতীকে পেয়েছেন ১,৫৭২ ভোট।

            অপরদিকে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে আলীকদম সদর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাছির উদ্দীন নৌকা প্রতীক ৩,৩২১ ভোট পেয়ে তৃতীয় বারে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরী মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩,০২২ ভোট। কুরুকপাতা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রাতপুং ম্রো নৌকা প্রতিক ২,১৮৯ ভোট পেয়ে দ্বিতীয় বারে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খামলাই ম্রো আনারস প্রতিকে পেয়েছেন ১,৬৮৭ ভোট। চৈক্ষ্যং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীক ৩,৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ৩,১৮৫ ভোট। নয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম.কফিল উদ্দিন আনারস প্রতিক ২,৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফোগ্য মারমা নৌকা প্রতিকে পেয়েছেন ১, ৯৩৩ ভোট।

            গত ১৪ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়ন পত্র যাচায় বাছাই ৪ নভেম্বর, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ।

খবরটি 428 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen