স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে হেডম্যান সম্মেলন-২০২১ আয়োজন করা হয়। বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক। প্রথমে বোমাং সার্কেল প্রধান বোমাংগ্রী ও আগত হেডম্যানগন প্রথাগত দায়িত্ব পালনের উপর বক্তব্য উপস্থাপন করেন। বান্দরবান সেনা রিজিয়ন উদ্দ্যেশে এলাকার উন্নযনে হেডম্যাগণের অংশগ্রহন ও তাদের মতামত তুল ধরে বক্তব্য প্রদান করেন। হেডম্যানগণের বক্তব্য শোনার পরে জোন কমান্ডারগণ পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেন।

প্রধান অতিথি ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলের তিন জেলার দেশের ১০ ভাগের ১ ভাগ। এ অঞ্চলের হেডম্যান কারবারীদের হাতে দেশের একভাগ উন্নয়নের দায়িত্ব রয়েছে। হেডম্যান কারবারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে।

বিশেষ অতিথি বোমাং সার্কেল প্রধান বোমাংগ্রী উ চ প্রু মারমা বলেন, বর্তমান সরকারের আমলে অধিক উন্নয়ন হচ্ছে। দেশের আইনকানুন মেনে সবাই সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। বোমাং সার্কেল সকল হেডম্যানগণের উদ্দেশ্যে পার্বত্য অঞ্চলে শিক্ষার মান বাড়াতে ও সেনাবাহিনীকে সহযোগীতা প্রদানের জন্য আগ্রহী হতে উৎসাহ প্রদান করেন। বোমাং সার্কেল সকল হেডম্যানগণের প্রতি বোমাংগ্রী এ নির্দেশনা প্রদান করেন।

এ হেডম্যান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোমাং সার্কেল প্রধান বোমাংগ্রী উ চ প্রু মারমা। উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের সকল জোনের জোন কমান্ডারগণ, অন্যান্য সেনা কর্মকর্তাগণ, বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেলের অধিনে ৭১ জন হেডম্যান।

অনুষ্ঠানের শেষে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে সকল আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা ও উপহার প্রদান করে হেডম্যান সম্মেলন সমাপ্ত করা হয়।

খবরটি 448 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen