স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান ৩০০ নং আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেলেন নৌকা প্রতীক ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী এটিএম শহীদুল ইসলাম পেলেন লাঙ্গল প্রতীক। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার প্রচারণা করতে আহ্বান জানান।

            প্রতীক বরাদ্দের দিন বীর বাহাদুর উশৈসিং এর পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ও পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ নৌকা প্রতীক গ্রহণ করেন। জাতীয় পার্টির প্রার্থী মো: এটিএম শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীক গ্রহণ করেন।

            প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ফজলুর রহমানসহ জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা।

            গতকাল ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন স্বতন্ত্র প্রার্থী মংঙোয়ে প্রু মারমা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংঙোয়ে প্রু মারমা আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দেন।

            বান্দরবান ৩০০ নং আসনে মোট ১৮২ টি ভোট কেন্দ্রে, ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। প্রতীক পাওয়ার পর থেকে প্রচার প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী ১৮ ডিসেম্বর থেকে প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

খবরটি 463 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen