মো: নুর হোসেন, স্টাফ রিপোর্টার, বান্দরবান:  সারাদেশের ন্যায় বান্দরবানে যাত্রী হয়রানি বন্ধে বান্দরবান জেলা যাত্রী কল্যাণ সমিতির একটি পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। বাদশাহ আহ্বানে ২১নভেম্বর-২১ সকাল ১১টায় বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের অফিস কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে যাত্রী কল্যাণ সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রথমে মোঃ আবু ছালেহ সভাপতি পদের জন্য বাদশাহ মিয়া মাস্টার নাম প্রস্তাব করেন এবং সকলে সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু বাদশাহ মিয়া বার্ধক্য এবং অসুস্থতা জনিত কারণে বিনয়ের সাথে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। তদুপরি তিনি সকলের অনুরোধে উপদেষ্টা পরিষদে থাকার সম্মতি প্রকাশ করেন। পরে মানবাধিকার কর্মী বিশ্ব নাথ, মানবাধিকার কর্মী অংচমং নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ১১ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির তালিকা নিম্নরুপঃ সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক বিশ্ব নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাঈন উদ্দীন (রবিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক জনাব মোঃ মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ সাইদুল আলম, সদস্য ১- মোঃ জহিরুল আলম, সদস্য ২- সুগত বড়ুয়া, সদস্য ৩- মোঃ সাইফুল ইসলাম।

উপদেষ্টা মণ্ডলীর নামঃ

১) মোঃ বাদশাহ মিয়া মাস্টার

২) মোঃ ফরিদুল আলম

৩) মোঃ মফিজুল ইসলাম মামুন

৪) মোঃ নিজামুদ্দিন

            সারাদেশের মানুষজন বিভিন্ন পরিবহনের মাধ্যমে যাত্রার সময় মানসম্মত সেবা পাওয়ার মহৎ উদ্দেশ্যে বিগত ২০১৪ সালে ঢাকায় প্রথমবারের মতো গঠিত হয় “যাত্রী কল্যাণ সমিতি” এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এই সংগঠনের নিবন্ধন গ্রহণ করা হয়। তখন থেকে মহাসচিব এর দায়িত্ব পালন করছেন মোজাম্মেল হক চৌধুরী। খুবসম্ভব ২০১৫ কিংবা ২০১৬ সালের দিকে বান্দরবান জেলায় যাত্রী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল এবং সে সময় আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন মোঃ বাদশাহ মিয়া মাস্টার।

খবরটি 601 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen