খেলা ডেস্ক: শুধু খেলা নয়, সব ধরনের তারকাদের মধ্যে জপ্রিয়তায় শীর্ষে লিওনেল মেসি। তাইতো সময়ের সেরা এ তারকাকে বিজ্ঞাপনে ও কিংবা কোনো ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়াটা যেকোনো প্রতিষ্ঠানের জন্য বড় প্রাপ্তি বটে। নিজের এমন আকাশচুম্বী জনপ্রিয়তার ফলে আয় করা তারকাদের তালিকায় উপরের দিকে মেসির নাম। এবার মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামির। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

            এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’। মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯ টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সে ক্লাবটি সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এ ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে ইন্টার মায়ামির বাজার মূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজার মূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজার মূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড। ১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবার প্রথম এমএলএসের চারটি ক্লাবের বাজার মূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গত বছর প্রথম ক্লাব হিসেবে এ অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

খবরটি 444 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen