খেলা ডেস্ক: আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির খেলার যাদুতে ইন্টার মায়ামিকে লিগস কাপ চ্যাম্পিয়ন করলেন। ন্যাশভিল এসসি বিরুদ্ধে ফাইনাল জিতে লিগস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ক্লাবের হয়ে প্রথম খেতাব জিতলেন মেসি। ইন্টার মায়ামিতে মেসি আসতে বদলে গেল সব। প্রথম ট্রফি ঘরে ঢুকল ইন্টার মায়ামির। ক্লাবে আর্জেন্টাইন মহাতারকা পা রাখার পর হার ভুলে গিয়েছে দলটি। মেসি জাদুতে প্রথম বার লিগস কাপের ফাইনালে ওঠে তারা। রবিবার সকাল ছিল ফাইনাল ম্যাচ। গত ডিসেম্বরে ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয়ের পর ইন্টার মায়ামিকে প্রথম বার লিগস কাপ চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে। ন্যাশভিল এসসির বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল করেছিলেন। যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মায়ামির অন্যতম কর্নধার ডেভিড বেকহ্যাম। ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে গোল করেন লিওনেল মেসি। এ দিন মায়ামিকে চ্যাম্পিয়ন করার আরও এক নায়ক গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। শেষে ৯-৯ সমতায় থাকা অবস্থায় গোল করলেন তিনি। এরপর বিপক্ষের গোলকিপারের শট আটকে দলকে চ্যাম্পিয়ন করলেন। টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জিতেছে মায়ামি।

            কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্স এক রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী ছিল ফুটবল বিশ্ব। আরও একটি রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ খেললেন লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সি দিয়ে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। শেষদিকে দুটি অনবদ্য সেভ করে মায়ামিকে রক্ষা করেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। টাইব্রেকারে ৪-৪ সমতা ছিল। প্রথম শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। এরপর দুটি দল ১টি করে শট মিস করে। ম্যারাথান পেনাল্টি শুট আউটে শেষে ১০-৯ ব্যবধানে জয়ী মায়ামি। মায়ামির জার্সিতে এ দিন সাত নম্বর ম্যাচ ছিল মেসির। সাতটি ম্যাচে অর্জন ১০ গোল। টুর্নামেন্টে ১০ গোল করায় গোল্ডেন বুট অ্য়াওয়ার্ড জিতেছেন মেসি। তারকা স্ট্রাইকারের কেরিয়ারে ৩৫ বছরের মায়ামির ইতিহাসে প্রথম লিগস কাপের ট্রফি মেসির কেরিয়ারে এটি ৪৪ তম ট্রফি জয়ের রেকর্ড। পিএসজি ছাড়ার আগে ফরাসি ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছিলেন। এবার ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সে ক্লাবকে প্রথম ট্রফি এনে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। মেজর লিগস সকারে এখনও খেলতে নামেননি মেসি। তবে যে ছন্দে তিনি আছেন তাতে ইন্টার মায়ামি আশাবাদী হতে পারে ট্রফি জয়ের প্রত্যাশা ও প্রাপ্তি।

খবরটি 468 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen