খেলা ডেস্ক: মিরপুরে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নিয়ে উৎসব করতে দেখা গেছে বাংলাদেশি অনেক দর্শককে। কেউ কেউ তো আবার পাকিস্তানের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন! হুট করে দেখে বোঝার উপায় নেই, এটি বাংলাদেশের কোন গ্যালারি। দর্শকদের এমন সমর্থন দেখে বাংলাদেশে খেলতে এসেছেন মনে হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। টি-টোয়েন্টি সিরিজ শেষে এমন মন্তব্য করেছিলেন ফখর জামান। মিরপুরে দর্শকদের পাকিস্তানকে সমর্থন করতে দেখা গেলে চট্টগ্রাম ছিল ব্যতিক্রম। সফরকারী ক্রিকেটাররা মিরপুরে পাকিস্তানের ফ্লেভার পেলে চট্টগ্রামে এসে এমন কিছু পাননি। বরং তাদের পাকিস্তান বিরোধী স্লোগান শুনতে হয়েছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সকালে সংখ্যাটা কম থাকলে বেলা বাড়ার সঙ্গে দর্শকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্যালারির যে অংশ দর্শকের জন্য উন্মুক্ত ছিল, সেই পূর্ব গ্যালারির পুরোটা পরিপূর্ণ হয়ে উঠেছিল। যদি মাঠের বাইরে বেশ কিছু ঘটনা ঘটেছে। বাংলাদেশি বেশ কয়েকজন পাকিস্তানের জার্সি পরে মাঠে ঢুকতে চেয়েছিলেন। তাদেরকে রুখে দিয়েছেন সমর্থকদের একটি অংশ।

            সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফর্ম ভালো না থাকলে চট্টগ্রামে বিপুল দর্শক সমাগম ঘটেছে। যদিও দর্শকদের হতাশ করেননি মুশফিক-লিটনরা। চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বির অভিষেক হওয়াতে দারুণ খুশি স্থানীয় সমর্থকরা। জোট বেঁধে খেলা দেখতে আসা তরুণ কিছু সমর্থক বলেছেন, অনেকদিন ধরেই দলের সঙ্গে ছিলেন রাব্বি ভাই। তাকে দলে নেওয়া হয়েছে। অভিষেক এখানে। আশা করি, চট্টগ্রামের ছেলে হিসেবে উনি চট্টগ্রামকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবেন।

 

খবরটি 379 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen