দীপু তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি: বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন। বুধবার (১২ এপ্রিল) বিকালে আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় পার্বত্য মন্ত্রী সভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি দুংড়িমং মারমা ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই নাম ঘোষণা করেন।

            এ সম্মেলনে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন। সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ূয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কামরুল হাসান টিপু ও নেতাকর্মীরা। সম্মেলনে সঞ্চালনা করেন সমরঞ্জন বড়ূয়া। সম্মেলনে উদ্বোধক উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। প্রধান বক্তা উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী।

            ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনকে ভারমুক্ত করে সভাপতি করা হয়। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান নতুন মুখ জেলা আওয়ামী লীগের সদস্য অংশোথোয়াই মারমা। আলীকদম আওয়ামী লীগের ৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়।

খবরটি 374 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen