স্টাফ রিপোর্টার, বান্দরবান: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, সারা বিশ্বের বৌদ্ধ জাতি মঙ্গল, সুখ ও শান্তিতে বিশ্বাসী। শুধু তাই নয় জগতের সকল প্রাণীর মঙ্গল ও হিতসুখ কামনা করে। বান্দরবানে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

            পার্বত্য মন্ত্রী আরো বলেন, গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের দর্শন সুখ, শান্তি ও মঙ্গল কামনা। অহিংসা পরম ধর্ম। বুদ্ধ দর্শন, ধর্ম দর্শন ও সংঘ দর্শন। এ তিনটি দর্শনের উপর ভিত্তি করে গৌতম বুদ্ধের ধর্মীয় শাসন চিরস্থিতি রাখার লক্ষ্যে সকল বৌদ্ধ জাতির শান্তির জন্য কাজ করতে হবে। বিশ্ব শান্তির লক্ষ্যে ও পার্বত্য অঞ্চলের শান্তির জন্য পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুসংঘ, বৌদ্ধ সমাজের শিক্ষা, ঐক্য ও প্রগতির ধারা অধিকতর গতিশীল করার ভুমিকা রাখতে হবে। উন্নয়নের পুর্বশর্ত স্থিতিশীল শান্তি। সরকার পার্বত্য এলাকায় উন্নয়নে আগ্রহী। প্রত্যাশা করি এ পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন মাধ্যেমে স্থিতিশীল শান্তির বার্তা পৌছে যাবে।

            শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট হলে বৌদ্ধ ভিক্ষু সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলন আয়োজন করে বান্দরবান পার্বত্য ভিক্ষু পরিষদ। বাস্তবায়নে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন আয়োজন কমিটি। সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সম্মেলন ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত ৩ দিন ধরে চলবে। সম্মেলন ৩ দিনে গৌতম বুদ্ধের ধর্মীয় শাসন চিরস্থিতি রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুসংঘ, বৌদ্ধ সমাজের শিক্ষা, ঐক্য ও প্রগতির ধারা অধিকতর গতিশীলকরন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হবে।

            এ সম্মেলন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। বৌদ্ধ ভিক্ষু অতিথি উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ আসবা মহাথের, রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ উইচারিন্দা মহাথের, রাজস্থলী লংগদু পুর্নবাসন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ঞানুত্তরা মহাথের, লামা ক্যকতাইং বৌদ্ধ বিহার অধ্যক্ষ পাইন্দা ওয়াইংসা মহাথের, রামগড় মহামুনি বৌদ্ধ বিহার অধ্যক্ষ শোভানা মহাথের, বাঙ্গালহালিয়া ডাকবাংলো বৌদ্ধ বিহার অধ্যক্ষ সামা মহাথের, কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহার অধ্যক্ষ পামোক্ষা মহাথের, খাগড়াছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহার অধ্যক্ষ পঞঞাওয়াইংসা মহাথের, বান্দরবান পার্বত্য ভিক্ষু পরিষদ সভাপতি পঞঞানন্দ মহাথের ও বাঙ্গালহালিয়া নাইক্য আগাপাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা।

খবরটি 346 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen