স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সংবর্ধনা পেল সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা জয়ীরা। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে এ সংবর্ধনা দেয়া হয়েছে। শ্রীলংকার কলোম্বোতে ৬ষ্ঠ তম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৯ জন বিজয়ী সংবর্ধনা পায়। এ সময় স্বর্ণ পদক জয়ীদের ৫০ হাজার টাকা, রৌপ্য পদক জয়ীদের ৩০ হাজার টাকা ও তাম্র পদক জয়ীদের ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক।

            অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এটিএম কাউছার।

            গত ২৮ নভেম্বর ৬ষ্ঠ তম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে এ প্রতিযোগিতায় ৯ জন বিজয়ী মধ্যে স্বর্ণ (বালক) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থিংক্য উয়ে ও স্বর্ণ (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুইতুম ম্রো। রৌপ্য (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাই ন্যুউয়ে মারমা ও ন্যু মে মারমা। বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯ টি তাম্র পদক অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিংক্যউ মারমা, রুইতুম ম্রো, ছাইনুয়ই মারমা, তুম্পং ম্রো, রেংহিন ম্রো, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রু ওয়াংচিং মারমা।

খবরটি 523 বার পঠিত হয়েছে


বান্দরবানে ম্রোলং পাড়ায় সৌর বিদ্যুৎ চালিত ক্ষুদ্র হিমাগার: ফসল সংরক্ষণে সুবিধা পাবে ম্রো জনগোষ্ঠী
বান্দরবানে ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন: লুৎফুর রহমান (উজ্জ্বল) দাতা সদস্য নি...
বান্দরবানে কেএনএ সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
বান্দরবানে যাত্রীবাহী ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৬, আহত ১৪
বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত: ১৮ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২১০ কেজি রুই জা...
বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী কার্যক্রম বন্ধের ঘোষনা: দীর্ঘ ৮ মাস পর ফিরছে বম জাতিগোষ্ঠীর ৫৭ পরিবার, স...

আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen