মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে কেএনএফ সশস্ত্র শাখা কেএনএ সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসারকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজন করা হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এর আগে হিলবার্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয়। এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

            পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা সভাপতি আসিফ ইকবাল, জেলা দপ্তর সম্পাদক শাহজালাল সহ নাগরিক, ছাত্র ও মহিলা পরিষদের অনেক নেতৃবৃন্দ।    মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় চিকিৎসা সেবা দিতে যাওয়া গমনকারী টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী দল কেএনএফ সশস্ত্র শাখা কেএনএ সন্ত্রাসী কর্তৃক গুলি বর্ষণ করে সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দিনকে হত্যা করে। যারা হত্যা করেছে তাদের বাংলার মাটিতে দ্রুত গ্রেফতার করে আইনের আত্ততায় আনা হোক এবং সরকার এ সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করুক। তাই পার্বত্য অঞ্চলের সকল জনসাধারণ সরকারের সহযোগিতা কামনা করেন।

খবরটি 351 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen