জাতীয় ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বল্প সময়ে তাৎক্ষণিক সেবা কার্যক্রম চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই কার্যক্রমের প্রথম দিনে আজ ৭৯টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ভূমি ব্যবহারের ছাড়পত্র ৬৯টি, প্লট বা ফ্ল্যাটের নামজারি ও লিজ দলিল রেজিস্ট্রেশনসংক্রান্ত ১০৮টি সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, উল্লিখিত সময়ে ভবনের নকশা অনুমোদন, ভবনের ব্যবহার সনদ প্রদান, ভূমি ব্যবহার ছাড়পত্র, প্লট বা ফ্ল্যাটের নামজারি ও লিজ দলিলসংক্রান্ত সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। সেবা প্রত্যাশীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজউকের মূল ভবন ও সংশ্লিষ্ট জোনাল অফিস থেকে এই সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি।

খবরটি 716 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen