স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের সদর উপজেলার জামছড়িতে পল্লী চিকিৎসক বাচোমং মারমা (৩৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় জামছড়ি বাজারে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। তিনি দীর্ঘদিন ধরে জামছড়ি বাজারের একটি ওষুধের ফার্মেসির দোকান করে আসছেন। নিহত বাচোমং মারমা দীর্ঘদিন আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) মূল এর সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তি‌নি (জেএসএস) মূল ছেড়ে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এ হত্যাকাণ্ড ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে একদল পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা এ পল্লী চিকিৎসক বাচোমং মারমাকে গুলি করে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রওনা হয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি 502 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen