স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের ৭ তম ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। শনিবার (১ এপ্রিল) রোয়াংছড়ি টাউন হলে আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলন আয়োজন করে রোয়াংছড়ি আওয়ামী লীগ। সম্মেলনে উপজেলা ও ইউনিয়নে কাউন্সিলরদের সিদ্ধান্তে সভাপতি চহ্লামং মারমা ও সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যাকে দায়িত্ব দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। সম্মেলনে উদ্বোধক উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।

            সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বিবি, যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, আওয়ামী লীগের নেতা উজ্জ্বল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য সিংঅং থুমী, মন্ত্রী প্রতিনিধি নেইতন বুইতিং, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সহ সভাপতি ও নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, সাধারণ সম্পাদক ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা। সম্মেলন অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রস্তুতি কমিটি সদস্য সচিব জনমজয় তঞ্চঙ্গ্যা।

খবরটি 355 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen