মোঃ নুর হোসেন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের রুমায় ইউএন‌ডি‌পি ও উন্নয়ণ বোর্ডের বি‌ভিন্ন প্রকল্প এলাকা প‌রিদর্শন করেছেন পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স‌চিব হা‌মিদা বেগম। মঙ্গলবার (২ন‌ভেম্বর) সকা‌লে রুমার মুনলাই পাড়ায় ইউএন‌ডি‌পি প‌রিচা‌লিত কৃষকের মাঠ স্কুল প‌রিদর্শন করেন। এর আগে উন্নয়ন বোর্ডের কৃ‌ষি প্রক‌ল্পের আওতায় বিভিন্ন প্রজা‌তির মশল্লার বাগান ও বিদ‌্যালয় ভবন নির্মান কা‌জ প‌রিদর্শন করেন।
এসময় তি‌নি বলেন, বান্দরবান আসলেই মনোমুগ্ধকর এক‌টি এলাকা। সরকার এ পার্বত‌্যঞ্চলের উন্নয়‌নে কাজ করছে। যার ফলে এ অঞ্চলেআগের চে‌য়ে অনেক উন্নত হয়েছে। এখানকার বন, রাস্তাঘাট সব কিছুই সবাইকে মুগ্ধ করে। সব কিছুই দেখারমত। বাংলা‌দে‌শে এমন সুন্দর এলাকা রয়ে‌ছে তা ভাবাই যায়না। এসময় তি‌নি সকলকে পার্বত‌্য এলাকা‌কে আরো সুন্দর ক‌রে গ‌ড়ে তুল‌তে সহ‌যো‌গিতা করার আহবান জানান।
প‌রিদর্শনকা‌লে উন্নয়ণ বো‌র্ডের সদস‌্য অর্থ হারুনুর র‌শিদ, উন্নয়ণ বো‌র্ডের বান্দরবান ইউনি‌টের প্রকল্প প‌রিচালক আবদুল আজিজ, ইউএন‌ডি‌পির ন‌্যাশনাল প্রজে‌ক্ট ম‌্যানেজার (‌জিআই) বিপ্লব চাকমা, পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়া‌ছির আরাফাত, রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলী, ইউএন‌ডি‌পির জেলা ম‌্যা‌নেজার খু‌শিরায় ত্রিপুরা, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

খবরটি 380 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen