খেলা ডেস্ক: বান্দরবানে আভ্যন্তরীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ টুর্ণামেন্ট খেলায় ৬ টি দলের মধ্যে এ গ্রুপে ২ টি দল, বি গ্রুপে ২ টি দল ও সি গ্রুপে ২ টি দল অংশগ্রহন করে। আভ্যন্তরীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস। রবিবার (৩ মার্চ) রাত ৭ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকার মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত (অব:) ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী ত্রিদীপ কুমার ত্রিপুরা, সহকারী প্রকৌশলী সমোনাথ, আইসিডিপি প্রকল্প কর্মকর্তা আলুমং মারমা, পিএ মো: বুলবুল ইসলাম। অনুষ্ঠান পরিচালানয় ছিলেন বান্দরবান ইউনিট অফিসের কর্মকর্তা রিয়েলী চাকমা।

            ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ২ টি দল অংশগ্রহন করে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের সহকারী প্রকৌশলী এরশাদ মিয়া ও লক্ষণ ত্রিপুরা দলকে পরাজিত করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাহুল কান্তি সুশীল ও মংনুচিং মারমা দল বিজয় লাভ করে। এ আভ্যন্তরীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ব্যাডমিন্টন কাপ অর্জন করে রাহুল কান্তি সুশীল দল। এ টুর্ণামেন্ট খেলায় রানাস আপ পেয়েছে এরশাদ মিয়া দল।

            ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি 420 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen