খেলা ডেস্ক: নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হয়ে গেল ৭ ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২৩। এ কারাতে প্রতিযোগিতায় ২ টি স্বর্ণ, ৩ টি রৌপ, ২ টি তাম্র পদক অর্জন করে বাংলাদেশ। ২৮ শে নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কাঠমাণ্ডুতে এ চ্যাপিম্পয়নশীপ খেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের কারাতে প্রতিযোগিতা খেলায় একক কাতায় স্বর্ণ পদক ২ টি, দলগত কাতায় ১ টি, একক কাতায় রৌপ পদক ৩ টি ও দলগত কাতায় ১ টি। একক কাতায় তাম্র পদক ২ টি ও দলগত কাতায় ১ টি পদক লাভ করেন।

            সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় দলগত কাতায় স্বর্ণ পদক জয় করেন সিংক্যউ মারমা, ক্যছাইউ মারমা, রেংহিন ম্রো ও ঙেংলং ম্রো। আর একক কাতায় স্বর্ণ পদক অর্জন করেন ক্যছাইউ মারমা। কারাতে প্রতিযোগিতা চ্যাম্পিয়শীপ খেলায় পিছিয়ে নেই মহিলা দল। দলগত মহিলা কাতায় রৌপ্য পদক জয় করেন নুমে মারমা, রুইতুম ম্রো, তুমপং ম্রো ও ছাইনুয়ই মারমা। আর একক কাতায় রৌপ্য জয় করেন সিংক্যউ মারমা এবং রুতম ম্রো। এছাড়া দলগত কাতায় ব্রোঞ্জ জয় করেন উথোই মারমা এবং ঙেংলং ম্রো। আর ৪৭ কেজি একক এ তাম্র জয় করেন তুমপং ম্রো এবং ৫৭ কেজি একক এ তাম্র জয় করেন রেংহিন ম্রো।

খবরটি 508 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen