মো: তুহিন হোসেন, স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৫ আগস্ট পিসিএনপি চট্টগ্রাম কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পিসিএনপি চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।

            কাজী মজিব বক্তব্যে বলেন বাঙালি জাতি বিস্মিত শোকে কাতর, শুধু ১৫ আগস্ট যে আমাদের হৃদয়ে ভেঙেছে তা নয় পুরো বাংলাদেশ হারিয়েছে একজন বাংলার মহানায়ক ও শ্রেষ্ঠ বাঙালিকে। এ জাতিকে যারা এতিম করেছে ঐ সব ঘাতকদের বিচার এ বাংলার মাটিতে করতে হবে।

            আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুরুল আলম মঞ্জু, পিসিএনপি মহাসচিব আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার হাসান, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম মিডিয়া প্রধান কামাল পারভেজ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রভাষক মো: শরীফ, দৈনিক গিরিদর্পন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এমকে মোমিন, সাংবাদিক গোলাম মর্তুজা, পিসিএনপি কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম মাসুম রানা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ আমিন, উপাধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।।

            এম. সাইফুর রহমান (সজিব) সাংবাদিক কামাল পারভেজ এর স্বরচিত কবিতা “বাঙালির মৃত্যু” হারিয়েছি হারিয়েছি হারিয়েছি কি হারিয়েছি, প্রকাশ পায়না মুখের ভাষা, হৃদয়ে রেখেছি গেঁথে তোমার ভালোবাসা, তাই তো বাঙালি কাঁদো নিরবে কাঁদো। কবিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভায় শুরু হয়। তার আগে কোরআন তেলায়ত শোকাহত পরিবারের প্রতি শ্রদ্ধাশীল রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খবরটি 395 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen