মো: তুহিন হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫৯ টি দোকান পুড়ে গেছে। বুধবার (২২ মার্চ) সকালে আনুমানিক সাড়ে ৫টা দিকে বলি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ৪ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়িরা নি:স্ব হয়ে পড়েছে।

            স্থানীয় সূত্রে জানা যায়, বলি বাজারের নীলগিরি হোটেল থেকে আগুনের সূত্রপাত হলে তা সব দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বলি বাজারের ১৫০ টি দোকানের মধ্যে ৫৯ টি দোকান পুড়ে যায়।

            এদিকে ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপর আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ব্যবসায়ীদের হিসাবে ৪-৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

            গত ২০২০ সালের ২৭ এপ্রিল থানচি বলি বাজারের ২০০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

খবরটি 287 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen