স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে বান্দরবান রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে গিয়ে শেষ হয়। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানায় আর নেচে গেয়ে আনন্দ উদযাপন শুরু করে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এ আনন্দে সামিল হতে পেরে খুশি সবাই।

            এদিকে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এ সময় পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: লুৎফুর রহমান, পুলিশ সুপার মো: তারিকুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। আগামীকাল ১৪ এপ্রিল দুপুরে সাংগু নদীর পাড়ে বোদ্ধ মূর্তি স্নান, রাতে পাড়ায় পাড়ায় পিঠা উৎসব, ১৫ এপ্রিল রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের এ ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব।

খবরটি 357 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen