অর্থনীতি ডেস্ক: প্রবাসীরা বিকাশে রেমিট্যান্স পাঠালে সরকারের আড়াই শতাংশের সঙ্গে বাড়তি আরও ১ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে এই বাড়তি প্রণোদনা। রবিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ উপায়ে বিকাশে রেমিট্যান্স পাঠানো আরও স্বস্তিদায়ক করতে সরকারের ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার সঙ্গে ১ শতাংশ অতিরিক্ত ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। ১৫ হাজার টাকা বা এর চেয়ে বেশি যে কোনো পরিমাণ রেমিট্যান্স পাঠালে পাওয়া যাবে অতিরিক্ত এই ১ শতাংশ ক্যাশ বোনাস। সেক্ষেত্রে মোট বোনাসের পরিমাণ দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশ। এই অফার চলাকালে গ্রাহক প্রতি মাসে ২ বার করে সর্বোচ্চ ৮ বার অফারটি নিতে পারবেন। একজন গ্রাহক প্রতি মাসে ৬০০ টাকা করে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।

            প্রবাসী যে কোনো বাংলাদেশি এই অফারটি পেতে চাইলে বিকাশের অনুমোদিত এবং তালিকাভুক্ত এমটিও এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে রেমিট্যান্সের অর্থ দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন।

খবরটি 342 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen