মোঃ নুর হোসেন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে বান্দরবান সেনা রিজিয়ন এর পক্ষ থেকে সেনা জোনের প্রাঙ্গনে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে আয়োজন করে বান্দরবান সেনা জোন। এই সময় বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার ২৯টি দরিদ্র পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, সোলার প্যানেল, কৃষি যন্ত্রপাতি এবং গৃহপালিত পশু প্রদান করা হয়। অনুষ্ঠানে বান্দরবান সেনা রি‌জিয়ন কমান্ডার ব্রিগে‌ডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক (এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি) প্রধান অতি‌থি উপ‌স্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ সব সামগ্রী প্রদান করেন। এসময় জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, (বিএসপি, পিএসসি)সহ  অন্যান্য সেনাকর্মকর্তা উপস্থিত ছিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি) মোঃ জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদান করে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এই প্র‍য়াস। ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি 373 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen