স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা আয়োজন করা হয়। এ ব্যবসায় উন্নয়ন সভা আয়োজন করে জীবন বীমা কর্পোরেশন বান্দরবান শাখা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জীবন বীমা কর্পোরেশন বান্দরবান শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উন্নয়ন সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর (উপসচিব) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

            সভায় ২০২৪ সালের ব্যাবসা বৃদ্ধির আলোকে উপস্থিত ডিও, ডিএম, শাখা ম্যানেজারের উদ্দেশ্যে প্রধান অতিথি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত বীমা প্রতিনিধি গণকে বিআইএ প্রদত্ত সনদ প্রদান করেন।

            এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান শাখা ম্যানেজার মোহাম্মদ আনিচ উদ্দীন সিকদার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা প্রধান কার্য্যালয় জনসংযোগ ম্যানেজার মো: মিজানুর রহমান।

            গত ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের বান্দরবান শাখা পরিদর্শন করেন জীবন বীমা কর্পোরেশন (উপসচিব) ম্যানেজিং ডাইরেক্টর আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। পরে জেলা প্রশাসকের বাসভবনে স্বাক্ষাত সময় আলোচনাক্রমে পর্যটকদের বীমার আওতায় আনার বিষয় টি সিদ্ধান্ত নেন।

খবরটি 451 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen