স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের সাংগ্রাই উপলক্ষে মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছে মারমা সম্প্রদায়। শনিবার (১৫ এপ্রিল ) বিকেলে জেলা শহরের রাজার মাঠে মারমা সম্প্রদায় মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছে। মৈত্রী পানি বর্ষণ উৎসবে যোগ দিতে বিকাল থেকে দলে দলে মারমা তরুন তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। এ সময় চারিদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, নাচ গান আর মৈত্রী পানি বর্ষণে আনন্দে মেতে উঠে শিশুসহ সবাই। এ মৈত্রী পানি বর্ষণ উৎসবে বিদেশীরা অংশগ্রহণ করতে দেখা যায়।

            অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রাইয়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে বৈসাবি হলে বান্দরবানের মারমারা বর্ষবরণের এ উৎসবকে সাংগ্রাই বলে থাকে। এ উৎসব দেখতে প্রতি বছরের মতো এবার বান্দরবানে দেশি বিদেশী পর্যটকদের ভীর হয়। বান্দরবান জেলা শহরে এ উৎসব শেষ হয়। জেলার উপজেলাগুলোতে ১৭ এপ্রিল শেষ হবে মারমাদের বর্ষবরণের সাংগ্রাই অনুষ্ঠান।

খবরটি 236 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen