বিশেষ খবর ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে। জাতিসংঘ সংশৃষ্ট এনজিও সহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মকর্তাদের স্ব স্ব এনজিওর পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সকালে একই ভাবে জরুরী বার্তা পাঠিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আনা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে গতকাল রাতের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় এই নির্দেশ দেয়া হয়েছে।

            কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে কর্মরত জাতিসংঘের সকল কর্মকর্তাদের দ্রুত কক্সবাজার শহরে ফেরত আসার নির্দেশ দেয়া হয়। দুপুর একটার কিছু সময় আগে ঐ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এনজিও কর্মীরা ক্যাম্প থেকে ফেরত আসতে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। প্রত্যেক এনজিও কর্মীকে এই সংক্রান্ত বিশেষ জরুরী বার্তা দেয়া হয়েছে। বিশেষ বার্তা পাওয়ার পরপর সকল এনজিও কর্মীরা রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফেরত আসতে শুরু করেছে।

            গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর আগে গত শুক্র ও শনিবার একই ধরনের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছিলো।

খবরটি 467 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen