বিশেষ খবর ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

            ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের সার্বক্ষণিক সদস্য নিয়োগ পেয়েছেন সাবেক সচিব সেলিম রেজা। অবৈতনিক সদস্য পদে নিয়োগ প্রাপ্তরা হলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমিনুল ইসলাম, খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

খবরটি 395 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen