জাতীয় ডেস্ক: ঢাকায় ২৮ অক্টোবর বিএনপি ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরা উত্তর স্টেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

            ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হচ্ছে। ঢাকার ২ কোটি ২৪ লাখ মানুষের জানমালের নিরাপত্তার শঙ্কা তৈরি করে এ ধরনের কাজ করা যাবেনা। জনগণের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব।

খবরটি 381 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen