মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষে জেলা সদরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পরে সারিবদ্ধভাবে যথাক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি বেসরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত, এতিম, অণাথ, অসহায় ও কর্মহীনদের মাঝে ২০ হাজার জনকে দুপুরের খাবার বিতরণ করা হয়। বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বান্দরবানে বিভিন্ন স্কুল, কলেজ এলাকায় গন ভোজের আয়োজন ও খাবার বিতরণ করা হয়।

খবরটি 440 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen