খেলা ডেস্ক: টাইব্রেকারে সবচেয়ে বেশি শট নেওয়ার বিশ্ব রেকর্ড হয়েছে ইসরায়েলের ঘরোয়া ফুটবলের একটি ম্যাচে। দেশটির তৃতীয় স্তরের ফুটবলে সেমিফাইনালে ওঠার প্লে–অফ ম্যাচে গত ২১ মে এসসি ডিমোনার মুখোমুখি হয়েছিল শিমসন তেল আবিব। অতিরিক্ত সময় শেষে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ডিমোনা শহরে অনুষ্ঠিত এই ম্যাচের টাইব্রেকারে দুই দল মিলে মোট ৫৬টি শট নিয়েছে। ২৮টি করে শট নিয়েছে দুটি দল। তাতে টাইব্রেকারে হয়েছে বিশ্ব রেকর্ড।

            শেষ পর্যন্ত ২৩-২২ ব্যবধানে টাইব্রেকার জিতেছে ডিমোনা। প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল এই টাইব্রেকার শুটআউট। ৫৬তম শটটি নেন শিমসনের গোলকিপার আভিহায় দাহান। ডিমোনা গোলকিপার গাল নাভন সেটি ঠেকিয়ে দেন। এর আগে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের বিশ্ব রেকর্ড ছিল ৫৪ শটের। ২৭ টি করে শট নিয়েছিল দুই দল। ২০২২ সালে মার্চে ইংল্যান্ডে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে প্রথম রাউন্ডের সে ম্যাচে বেডলিংটনকে টাইব্রেকারে ২৫-২৪ গোলে হারিয়েছিল ওয়াশিংটন।

খবরটি 451 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen