খেলা ডেস্ক: গত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব। প্রিমিয়ার লিগে দুয়েকটা ম্যাচে খেলার সুযোগও পেয়েছেন। এবার তো শ্রীলঙ্কায় চারজাতি ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার। জাতীয় দলের নতুন কোচ মারিও লেমস আপাতত ২৪ জন খেলোয়াড় বাছাই করেছেন। সেই দলে একমাত্র নতুন মুখ হলেন নবাব। এছাড়া অন্য যারা আছেন, তাদের সবারই ঘুরে ফিরে জাতীয় দলের হয়ে অনুশীলন কিংবা খেলার সুযোগ হয়েছে। সোমবার বিকালে প্রাথমিক ভাবে ডাক পাওয়া খেলোয়াড়দের হোটেলে রিপোর্ট করতে হবে।  কাল থেকে লাল-সবুজ দলের পুরোপুরি অনুশীলন শুরু হওয়ার কথা। এই ২৪ জনের বাইরে উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ দলে আছেন আরও কয়েকজন। সেখান থেকে মিশন শেষে মূল দলে যোগ দেবেন আরও কয়েকজন।

            বাংলাদেশের প্রাথমিক দল আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল,বিশ্বনাথ ঘোষ,তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা, কাজী তারিক রায়হান, ইয়াসিন খান, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুর রহমান নবাব, মতিন মিয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, জুয়েল রানা, জামাল ভূঁইয়া, রেজাউল করিম, রাকিব হোসেন, আতিকুজ্জামান, মেহেদি হাসান, মেহেদি হাসান রয়েল ও সুমন রেজা।

খবরটি 444 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen