আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালে রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করেছেন কমিউনিস্টরা। এক সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত লেনিনের ছবি। তাঁর নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সে লেনিনের মৃত্যু শতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য। রেড স্কয়ারে আসা অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। তাঁরা সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।

            রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট লেনিনের কড়া সমালোচক। তাঁর দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি পুতিন। লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে একটা কথা বলেননি পুতিন। তবে তিনি এর আগে বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।

            রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ছিলেন রাশিয়ার জনক। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।

            রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তাঁরা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে ভ্রাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।

সূত্র: ডয়চে ভেলে

খবরটি 359 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen