আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাথে ফিলিস্তিন যুদ্ধ চলছে। গাজা উপত্যকায় গত ২ মাসের বেশি সময় ধরা চলা যুদ্ধে এ পর্যন্ত মোট ৪০৬ জন সেনা কর্মকর্তা ও সেনা সদস্য হারিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সর্বশেষ এক সেনা কর্মকর্তা ও দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ দিন উত্তর গাজায় সংঘাত চলাকালে গুরুতর আহত হয়েছেন আরও ৪ সেনা সদস্য। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। নিহত ৩ জনের মধ্যে দুই জনের নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন ক্যাপ্টেন ইয়াহেল গাজিত (২৪) এবং মাস্টার সার্জেন্ট গিল ড্যানিয়েলস। ইসরায়েলি বাহিনীর গত দুই মাসের অভিযানে হামাসের ২০ জনের বেশি কমান্ডার নিহত হয়েছে এ খবর জানা গেছে বিভিন্ন সূত্রে।

            গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনী। ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি। নিহত এ ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারের বেশি। অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

সূত্র: আনাদোলু এজেন্সি

খবরটি 447 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen