বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো: আব্দুর রশিদকে গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার (১০ জুলাই) গভীর রাতে সাতক্ষীরা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর একটি দল।

            র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশে ২০১৯ সালে একটি মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল কর্তৃক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি নিজ এলাকা ছেড়ে সাতক্ষীরায় আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবরটি 455 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen