স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শামসুল ইসলাম মেয়র নির্বাচিত হয়। সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। আগামী ২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম। নির্বাচিত হওয়ার পর তিনি চলতি মেয়াদে আড়াই বছর মেয়র দায়িত্ব পালন করবেন।

            জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবির মৃত্যুজনিত কারনে মেয়র পদ শুন্য হয়। নির্বাচন বিধি অনুযায়ী মেয়র পদ শুন্য হলে নির্বাচন কমিশন ১ জুন মেয়র পদে উপ নির্বাচন ঘোষণা করে। গত ১৮ জুন মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে অন্য কেউ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় ও মনোনয়ন পত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো: শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভা মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারন ছিল।

            ১৯৮৪ সালে ১৫.৮৮ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা ‘গ’ শ্রেণির পৌরসভা গঠিত হলে ২০০১ সালে ‘ক’ শ্রেণীর পৌরসভাতে উন্নিত হয়। বান্দরবান পৌরসভা ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষের বসবাস। মোট ভোটার ৩৩ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ১৪৬ জন।

খবরটি 420 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen