বিশেষ খবর ডেস্ক: বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় চলতি বছরে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সাংবাদিকদের নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ২০২৩ সালের এ সূচক প্রকাশ করেছে। সূচকে ১৮০ টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩ তম। এ বছর এ সূচকে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা তুলনামূলক সংকুচিত আরএসএফ জানিয়েছে। এর আগে, ২০২২ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১৬২ তম ছিল। গত বছর সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩। আর ২০২১ সালের তুলনায় ২০২২ সালের সূচকে বাংলাদেশের ১০ ধাপ অবনতি ঘটেছিল। ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২ তম। আরএসএফে এ সূচকে ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১ তম। বিশ্বে সাংবাদিকতার পরিবেশ দশটি দেশের মধ্যে সাতটিতে ‘খারাপ’ এবং দশটির মধ্যে মাত্র তিনটিতে ‘সন্তোষজনক’ বলে প্রতিবেদনে জানিয়েছে আরএসএফ।

            এবারের এ সূচকে গত বছরের মতো সবার শীর্ষে আছে নরওয়ে। দেশটির স্কোর ৯৫ দশমিক ১৮। সূচকে নরওয়ের পরে দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। এছাড়া ডেনমার্ক (৩য়), সুইডেন (৪র্থ), ফিনল্যান্ড (৫ম), নেদারল্যান্ডস (ষষ্ঠ), লিথুয়ানিয়া (সপ্তম), এস্তোনিয়া (৮ম), পর্তুগাল (৯ম) এবং তিমোর লেস্তে (১০ম)। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে ভারত (১৬১তম), আফগানিস্তান (১৫২ তম), পাকিস্তান (১৫০ তম), শ্রীলঙ্কা (১৩৫ তম), মালদ্বীপ (১০০ তম), নেপাল (৯৫ তম), ভুটান (৯০ তম), মালয়েশিয়া (৭৩ তম)।

            অন্যদিকে, বিশ্বে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উত্তর কোরিয়া (১৮০ তম)। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। সূচকে সবচেয়ে খারাপ দেশের হিসেবে দ্বিতীয় স্থানে আছে চীন (১৭৯ তম), তৃতীয় ভিয়েতনাম (১৭৮ তম), চতুর্থ ইরান (১৭৭ তম), পঞ্চম তুর্কমিনিস্তান (১৭৬ তম), ষষ্ঠ সিরিয়া (১৭৫ তম), সপ্তম ইরিত্রিয়া (১৭৪ তম), অষ্টম মিয়ানমার (১৭৩ তম), নবম কিউবা (১৭২ তম) এবং ১০ম বাহরাইন (১৭১ তম)। সূচকে বাংলাদেশের নিচে রয়েছে রাশিয়া (১৬৪ তম), তুরস্ক (১৬৫ তম), মিসর (১৬৬ তম), ইরাক (১৬৭ তম), ইয়েমেন (১৬৮ তম), হন্ডুরাস (১৬৯ তম), সৌদি আরব (১৭০ তম)।

            বিশ্বের ১৮০ টি দেশ ও অঞ্চলের সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিবেশ মূল্যায়ন করে প্রত্যেক বছর এ সূচক প্রকাশ করে আরএসএফ প্যারিস ভিত্তিক এ সংগঠন বলেছে, বিশ্বের ৩১ টি দেশে মুক্ত সাংবাদিকতার পরিস্থিতি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, ৪২ টি দেশে ‘কঠিন’, ৫৫ টি দেশে ‘সমস্যাযুক্ত’ এবং ‘ভালো’ অথবা ‘সন্তোষজনক’ ৫২ টি দেশে।

খবরটি 344 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen