স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা ও কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে অনুদান বিতরণ করে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রকস। শুক্রবার (২ সেপ্টেম্বর) কালাঘাটা প্রকস অফিসে প্রতিবন্ধীদের অনুদান বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা ও কর্মসংস্থান গড়ার জন্য শিক্ষায় ৪ জন ও কর্মসংস্থানে ৪ জনকে অনুদান প্রদান করা হয়। শিক্ষায় ও কর্মসংস্থানে ২টি বিভাগে ৮ জনকে ৩০ হাজার টাকার অনুদান প্রদান করে প্রকস।

            বান্দরবান সদর উপজেলায় ৫ টি ইউনিয়নে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক কার্যক্রম এ প্রকল্প পরিচালনা করছে প্রকস। এ প্রকল্পের আওতায় প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সফলভাবে কাজ সম্পন্ন করছে। প্রকল্পের দাতা সংস্থা আ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েলথ ফাউন্ডেশন।

           অনুদান প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন প্রকস সংস্থার নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা, সাংবাদিক বিপ্লব চাকমা, প্রকস সংস্থার সদস্য কামনা ত্রিপুরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকস সংস্থার প্রকল্প কর্মকর্তা নৌহ ত্রিপুরা।

খবরটি 378 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen