জাতীয় ডেস্ক: এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ওয়াসফিয়া প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘কে-টু’র চূড়ায় আরোহণের পর ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানোর দুর্লভ মুহূর্তের দুটি আলোকচিত্র উপহার দেন।

            এভারেস্ট জয়ী ওয়াসফিয়াই প্রথম বাংলাদেশি, যিনি সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন। গত ২২ জুলাই পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের সবচেয়ে উঁচু এবং দুর্গম পর্বতশৃঙ্গ কে-টু’ জয় করেন তিনি। কারাকোরাম রেঞ্জে অবস্থিত ‘কে-টু’ পর্বত ৮ হাজার ৬১১ মিটার উঁচু এবং পর্বতারোহীদের আরোহণের জন্য এভারেস্টের চেয়েও দুর্গম বলে সবার কাছে পরিচিত। বিপৎসংকুল পরিবেশ, প্রায় পিরামিডের মতো ঢাল এবং অনিশ্চিত আবহাওয়ার এই ‘স্যাভেজ মাউন্টেন’র চূড়ায় পা রাখতে পেরেছেন মাত্র ৪০০ পর্বতারোহী। তাদের অনেকেই আর নিচে নামার সুযোগ পাননি।

খবরটি 370 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen