আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের খুব ভালো একটি বছর কেটেছে। এই সময়ে তাদের সম্পদ বেড়েছে ৭০ শতাংশ। সম্প্রতি একটি প্রতিবেদনে এমন তথ্য এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্সটিটিউট অব পলিসি স্টাডিজ (আইপিএস) ও আমেরিকান্স ফর ট্যাক্স ফেয়ারনেস। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠান দুটি। তারা ২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালের ১৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের দশ অঙ্কের বিলিয়নিয়ার ক্লাবের সদস্যদের মুনাফার তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা গেছে, মহামারিতে বেশিরভাগ দেশের অর্থনীতি স্থবির থাকলেও তাদের মুনাফা বেড়েছে এবং এর পরিমাণ ২ লাখ ১০ কোটি ডলার।

            এপ্রিলে আইপিএস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত বিশ্বের বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে ৪ লাখ কোটি ডলার। গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স জানিয়েছে, ২০২০ সালে বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। শুধু যুক্তরাষ্ট্রেই বিলিয়নিয়ারদের সংখ্যা ৬১৪ থেকে বেড়ে হয়েছে ৭৪৫ জন। মহামারিতে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে টেসলা’র সিইও এলন মাস্কের। মার্চ মাসে অ্যামাজনের সিইও জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হন। দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস ও তৃতীয় স্থানে বিল গেটস। এরপর রয়েছেন যথাক্রমে ল্যারি এলিসন, ল্যারি পেজ, মার্ক জাকারবার্গ, সের্গেই ব্রিন, ওয়ারেন বাফেট, স্টিভ বলমার।

 

 

খবরটি 811 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen