অর্থনৈতিক ডেস্ক:  জরুরী সহায়তা হিসেবে ১০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ (১ ডলার ৮৫ টাকা হিসেবে প্রায় ৮৫ কোটি টাকা) অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। অনুদানের এই অর্থ কক্সবাজারের বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দাদের উন্নয়নে ব্যয় করা হবে।

জাপান সরকার গত ৯ মার্চ এই অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ঢাকার জাপান মিশন। মোট তিনটি আন্তর্জাতিক সংস্থার অনুকূলে এই অর্থ বরাদ্দ দেয়া হবে।

খবরটি 1,263 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen