স্বাস্থ‍্য ডেস্ক: দেশে করোনার টিকা নেয়ার ব্যাপারে অনেকেই দ্বিধান্বিত ছিল কিন্তু এখন সবাই আগ্রহসহকারে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ‘৪০ বছরের উর্ধে সবাই টিকা পাবে’। রোববার সকালে নারায়ণগঞ্জে মুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ ভিত্ত্বিপ্রস্তর অনুষ্ঠানে গণভবন থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দেন শেখহাসিনা।

ভারতের পর এখন আরো কয়েকটি দেশ বাংলাদেশকে করোনার টিকাদিতে আগ্রহী বলেও জানান তিনি। এসময় করোনা চিকিৎসায় তার সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে চিকিৎসা ক্ষেত্রে উন্নত গবেষণা ঘাটতির কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার আরো উন্নয়নে চার বিভাগে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। পরবর্তী সব বিভাগে একটি করে বিশ্বিবিদ্যালয় করা হবে। বক্তব্যে শেষে নারায়নগঞ্জে কুমুদীনি ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

খবরটি 609 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen