পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলজিইডি’র আরইআরএমপি-৩ আওতায় মাঠ পর্যায়ে কর্মরত ৯০ জন মহিলা কর্মী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে এ স্বাস্থ্য সামগ্রী প্রদান করেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: ইফরাদ বিন মুনীর। এ সময় এলজিইডির অফিসের সুপারভাইজর মো: সোহেল উপস্থিত ছিলেন।

            মহিলা কর্মীদের মধ্যে ছবি দাশ ও রেনু আরা বেগম জানান, সারা বছর গ্রামের বিভিন্ন রাস্তা ঘাটে আমরা কাজ করি। নানা সমস্যায় পড়ি। এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমাদের খুব প্রয়োজন।

            প্রকৌশলী মুনীর বলেন, সাধারনত শীতকালে আমাদের মহিলা শ্রমিকরা ধূলা-বালিসহ নানা প্রতিকুলতার মধ্যে কাজ করতে হয়। তাই তাঁদেরকে মাস্ক, স্যানিটাইজার, সাবান, ওষুধ, কাঁচি ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

খবরটি 438 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen