জাতীয় ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন (ইসি) সাক্ষাতের সময়সূচি পিছিয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দপ্তর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

            দায়িত্বশীল কর্মকর্তারা জানায়, রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের জন্য সময় চাইলে প্রথমে ৫ নভেম্বর সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা পিছিয়ে ৯ নভেম্বর সময় দেওয়া হয়। ওই দিন দুপুর ১২ টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

            জানা যায়, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে ইসি।

            সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

খবরটি 440 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen