দীপু তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক আয়োজন করা হলো “ধান কাটা ও মাড়াই উৎসব ২০২৩”। বৃহস্পতিবার  (১৫ জুন) ২০২৩ তারিখ সকাল ১১ ঘটিকায় আলীকদম সেনা জোনের নিয়ন্ত্রিত নিজস্ব জমিতে ফলনকৃত পাকা ধান কাটা ও মাড়াই এর উৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন সেনা জোনের বিভিন্ন কর্মকর্তা, সেনা সদস্যসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

            প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্রগাম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে গতিশীল রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি কাজের বিভিন্ন উপকরণ ও গবাদি পশু পাখি পালনের জন্য সহায়তা চলমান থাকবে। সে সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পে পতিত জমিতে কৃষি কার্যক্রমসহ মৎস্য ও গবাদি পশু পাখি পালন অব্যাহত থাকবে। তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাড়ীর অঙ্গিনায় বা আশেপাশে অনাবাদী জমিতে বিভিন্ন সজি¦র চাষ ও ফলজ বাগান সৃষ্টি করে পরিবারের বরণ পোষন ও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হওয়ার অনুরোধ জানান।

খবরটি 432 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen