খেলা ডেস্ক: বান্দরবান ফুটবল খেলোয়ার সমিতি (বিএফপিএ) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুভ উদ্বোধন করা হয়। শান্তির পায়রা উড়িয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষনা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা। শুক্রবার (২৬ মে) বিকাল ৩টায়ন জেলা শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে উদ্বোধনী খেলায় ২ টি দল অংশগ্রহন করেছে।

            এ সময় টুর্নামেন্টের উদ্বোধন প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান ক্যশৈ হ্লা মারমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। অপসংস্কৃতির কবল থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নাই।

            উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলোয়াড় সমিতির সভাপতি মংওয়াই চিং মারমা। এ সময় জেলা আওয়ামী লীগ দায়িত্ব প্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সাধারন সম্পাদক মিনারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

            খেলোয়াড় সমিতি আয়োজিত টুর্ণামেন্ট বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের পর নব প্রত্যয়ে নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আটটি দল। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে চকরিয়া পৌর ফুটবল একাদশ কে ৫ – ৪  পরাজিত করে লোহাগাড়া যুব ফুটবল একাদশ। লোহাগাড়া দলের গোলরক্ষক সাকিব সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

খবরটি 461 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen