বিশেষ খবর ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই বাংলাদেশ সীমান্তে মিয়ানমার গোলাবর্ষণ করছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। তিনি বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতদের বলেছি, মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ, দক্ষিণে মিয়ানমার আর্মি আর উত্তরে আরাকান আর্মি। এই অবস্থায় তাদের গোলা কোনোভাবেই বাংলাদেশে আসার কথা না। কাজেই জিওগ্রাফিক্যালি এটা তো হয় না, যদি কেউ ইচ্ছাপূর্বক না করে। কাজেই ইচ্ছাকৃতভাবে আমাদের এই কনফ্লিক্টে (সংঘাত) জড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে চীন-জাপান ও পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

            ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা কোনো সংঘাতে জড়াব না। সীমান্তে ঘটে যাওয়া সবকিছু নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। সবকিছু শুনে রাষ্ট্রদূতরা সহায়তার আশ্বাস দিয়েছেন। এক প্রশ্নের জবাবে মো. খুরশেদ আলম বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছি। যাতে করে মিয়ানমার বুঝতে পারে যে এ রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্য যেমন বিপজ্জনক, তেমনি বাংলাদেশ এটি কখনো সঠিকভাবে গ্রহণ করবে না।

খবরটি 310 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen